09/12/2024 : 7:23 PM
অন্যান্য

মঙ্গলকোট – ১ নং শিক্ষা চক্রে বিধিবদ্ধভাবে মিড-ডে-মিল দেওয়ার প্রক্রিয়া শুরু হল

পরাগজ্যোতি ঘোষ; মঙ্গলকোট: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী ২০ ই এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া পিছু ৩ কেজি করে চাল ও ৩ কেজি করে আলু দ্বিতীয় দফার মিড-ডে-মিল দেওয়ার কাজ শুরু হলো পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ১ নং চক্রের বিদ্যালয় গুলিতে। এই চক্রের অন্তর্গত ৬৪ টি প্রাথমিক এবং ৯ টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এদিন এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীকে বিতরণ করা হয়েছে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে শুধু পঞ্চম শ্রেণীকে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে ব্লক লেভেল একাউন্টেন্ট কাঞ্চন কান্তি কুন্ডু মহাশয় বলেন সরকারি নির্দেশ মেনে এস. এইচ. জি. গ্রুপের সাহায্যে আজকের প্রথম দিনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান খুব সুন্দর ভাবে সানিটাইজেশনের প্রক্রিয়ার মাধ্যমে মিড-ডে-মিল ( ৩ কেজি চাল ও ৩ কেজি আলু পড়ুয়া পিছু ) বিলি করা হয়। এছাড়াও বিদ্যালয় গুলিতে চাল-আলু বিতরণের সাথে সাথেই অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষের নির্দেশ অনুযায়ী WIFS Tablet বিতরণ করা হয়। গনপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপ্ত শেখর দে অভিভাবকদের একটি করে ডেটল সাবানও দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এটা তাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কেনা। এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা এই ভার বহন করেছেন। সমস্ত বিদ্যালয় গুলি তাদের এই বিতরণের তথ্য অবর বিদ্যালয় পরিদর্শককে জানাচ্ছেন। অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষের নির্দেশে *গ্রুপ-সি, স্পেশাল এডুকেটর, এডুকেশনাল সুপার ভাইজার ও শিক্ষা বন্ধু* সবাই বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে এবং তথ্য গ্রহন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ জানান, খুব ভালো ভাবে এই প্রক্রিয়া চলছে। সকল অভিভাবকরা সরকারি নির্দেশ মেনে *মাস্ক* পরে বিদ্যালয়ে এসেছেন। তিনি আরও জানান দূর দূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন নিজস্ব উদ্যোগে। তাদের এই মহতী প্রচেষ্টাকে তিনি সাধুবাদ দেন।

 

Related posts

রোজ সকালে থানকুনি খান-সুস্থ থাকুন

E Zero Point

গুজরাত লকডাউন: সুরাতে কর্মসূত্রে থাকা ভিন রাজ্যের লোকেরা তাদের বাড়িতে যেতে পারবেন-সাংসদ সি. আর. পাটিল

E Zero Point

সিভিক পুলিশের মানবিক উদ্যোগঃ বাড়ী ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা

E Zero Point

মতামত দিন