পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোটঃ ওয়েস্টবেঙ্গল স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ডে মঙ্গলকোট ১নং চক্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এক লক্ষ তিনশত টাকা অনুদান হিসাবে প্রদান করলেন। তাদের এই মহতীকার্যে সহযোগিতা করেন পার্শ্বশিক্ষক-পার্শ্বশিক্ষিকাবৃন্দ এবং মঙ্গলকোট ১ন চক্রের একজন অফিস কর্মী। মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ মহাশয় প্রতীকী অনুদান হিসাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ বিষয়ে মঙ্গলকোট ১নং চক্রের তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা প্রদীপ চক্রবর্ত্তী জানান দলমত নির্বিশেষে সকল শিক্ষক শিক্ষিকা, পার্শ্বশিক্ষক-পার্শ্বশিক্ষিকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বিশেষ করে সার্কেলের কয়েকজন শিক্ষকের নাম বলেন যারা এই লকডাউনের বাজারেও সকলকে অনলাইনের মাধ্যমে যোগসূত্র স্থাপন করে বিশেষ উদ্দ্যোগ নিয়েছেন। তারা হলেন, মহঃ নাসারৎতুল্লা, সৌরভ চ্যাটার্জ্জী, শৈবাল চ্যাটার্জ্জী, উদয়বরণ মুখার্জ্জী, সমাপ্ত শেখর দে, জীবন পাল, পবন ঘোষ, সুবিকাশ গায়েন প্রমুখ।
এপ্রসঙ্গে প্রদীব বাবুকে প্রশ্ন করা হয়, যদি সরকার স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ডে শিক্ষকদের একদিনের বেতন কাটার সিদ্ধান্ত নেন, তাদের কেমন লাগবে। তিনি জানান তারা সম্পূর্ণ স্বেচ্ছায় এই অুদান দিয়েছেন এবং ভবিষ্যতেও সরকার এই বিষয়ক যেকোন সিদ্ধান্তকেই তারা সাধুবাদ দেবেন। সংগঠন পূর্বেও নানা বিপর্যয়ের দিনে মানুষের পাশে থেকেছেন এবং আগামীতেও থাকবেন। মঙ্গলকোট ১নং চক্রকে দৃষ্টান্ত হিসাবে দেখানোই তাদের একামাত্র লক্ষ্য।