নূর আহমেদ, মেমারিঃ মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডে মাঝেরপাড়া ক্লাবে গত ১৯ এপ্রিল এলাকার মানুষের মধ্যে অন্নসামগ্রী দান করা হয়। হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ত্রাণবিলি কার্যক্রমে প্রায় ১৩০ জন মানুষ উপকৃত হয়। ক্লাবের পক্ষ থেকে অরুণ কুমার মন্ডল ও বৈদ্যনাথ র্মুমু জানান লকডাউনের ফলে বিপর্যস্ত মানুষেরা আজ অন্নহীন, তাদের পাশে আমরা আমাদের সাধ্যমত সাহয্য করার চেষ্টা করছি।
পূর্ববর্তী পোস্ট