17/01/2025 : 9:16 AM
অন্যান্য

লকডাউনের মধ্যে স্ত্রীকে খুন করার চেষ্ঠা করল স্বামী

সংবাদদাতা, কাঁথি: লকডাউনের জন্য বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেড়োনো বারণ। একটানা বাড়িতে থাকতে থাকতেই স্বামী এবং স্ত্রী-র মধ্যে অশান্তি শুরু হয়। পারিবারিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে মত বিরোধ তৈরি হয়। বচসার ফলে বেরিয়ে আসে অন্য এক বিষয়। স্বামীর অভিযোগ, অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রী-র। তাই স্ত্রী-র পিঠে ধারাল ছুরি দিয়ে আঘাত করে স্বামী। স্বামী নিজেই অবশ্য মারিশদা থানায় গিয়ে পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করে। পুলিশ তাঁর আহত স্ত্রীকে কাঁথি মহকুমা হাসপাতালে অবস্থায় ভর্তি করে। কাঁথি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই আহত মহিলা। গ্রেফতার করা হয়েছে স্বামীকে। অভিযুক্তের নাম শ্রীকৃষ্ণ সর্দার, বাড়ি মারিশদা থানার দক্ষিণ কানাইদিঘী গ্রামে। জানা গিয়েছে, কয়েক বছর আগে পাশের গ্রামের ওই যুবতীর সঙ্গে শ্রীকৃষ্ণ সর্দারের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। বুধবার তুমুল অশান্তির কারনে স্ত্রীকে ছুরি মেরে খুন করার চেষ্ঠা করে স্বামী।

Related posts

IPL2023: এক নজরে ১৫ তম আইপিএল

E Zero Point

পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি প্রশাসনকে ২০০০ লিটার স্যানেটাইজার সরবরাহ করল

E Zero Point

আউশগ্রাম বিধানসভার বিধায়কের খাদ্যসামগ্রী দান

E Zero Point

মতামত দিন