06/06/2023 : 8:12 AM
অন্যান্য

পূর্ব বর্ধমানে জেলাপ্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চলছে

নিজস্ব সংবাদঃ আজ সকাল থেকে বর্ধমান শহর জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউনের সমস্ত নিয়ম মানা হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজরদারি অভিযান চলছে। খবরে জানা যাচ্ছে যে পুরো পূর্ব বর্ধমান জুড়ে চারজন ম্যাজিস্ট্রেট সৈকত হাজরা, ফাইয়াজ আহমেদ, দেবদুলাল পাত্র, বিপ্লব মন্ডল এর নেতৃত্বে নজরদারি শুরু করা হয়েছে। মূলত নিত্যপ্রয়োজনীয় নয় এমন জিনিসের দোকান খুলে রাখা, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষের ঘুরে বেড়ানো, রাস্তায় জটলা করা, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি বের করা,  নির্ধারিত সময়ের বাইরে মুদিখানা, মিষ্টির দোকান খুলে রাখা, সবজি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা,  ব্যাঙ্কের পরিষেবা এই বিষয়ে ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলি নজরদারি চালানোহলেও আজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আরও কঠোরভাবে কার্যকরী করা হচ্ছে। টাস্কফোর্সে কৃষি বিপণন, লিগাল মেটেরোলজি, খাদ্য ও পরিবহন দপ্তরের আধিকারিক, কর্মীরাও থাকছেন।

 

 

Related posts

ধারাবাহিক গল্পঃ নীভা থেকে নীভাদেবী হয়ে ওঠার কাহিনী (দ্বিতীয় পর্ব) ~ সুতপা দত্ত

E Zero Point

রাজ্যে নিম্নচাপের জেরে ১৬ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণি ঝড় ধেয়ে আসতে পারে

E Zero Point

কাটোয়ায়াতে দুই ডাক্তার সহ ১৬ জনকে কোয়রান্টিনে পাঠানো হল

E Zero Point

মতামত দিন