08/09/2024 : 10:56 PM
অন্যান্য

রসুলপুরের কোলেপাড়ায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকের পাশে ফেসবুক গ্রুপ

বিশেষ সংবাদদাতা, রসুলপুরঃ লকডাউনের পরিস্থিতিতে রাজ্যে ক্ষেতমজুরে কাজে আসা ভিনজেলার শ্রমিকরা আটকে আছেন। তাদের না যাওয়ার উপায় আছে না খাবারের যোগান। এরকমই কিছু শ্রমিকের সন্ধান পেয়ে We r Rasulpurian-এর নামে ফেসবুক গ্রুপের প্রচেষ্টায় রসুলপুরের কোলেপাড়ায় আটকে থাকা ৮৭ জন পরিযায়ী খেত মজুরকে প্রত্যেককে ২ কেজি চাল, ২৫০গ্রাম ডাল ও ৫০০গ্রাম মুড়ি বিতরণ করা হয়।

যেসব মানুষরা বলেন আজকের যুবসমাজ টাচ স্ক্রীনের দুনিয়াতে সীমাবদ্ধ, ফেসবুকে শুধু পোষ্ট করে, তাদেরকে ভুল প্রমাণিত করে করোনার আতঙ্কময় পরিবেশে এরাই মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। এছাড়াও গত কয়েকদিন ধরে সম্পূর্ণ লকাউনের বিধিনিয়ম মেনে রসুলপুরের বৈদ্যডাঙ্গা, আমবাগান, তেলসরা গ্রামে মোহনপুরের মসজিদ সংলগ্ন গ্রামে প্রায় ১৫০ জন পরিযায়ী ক্ষেতমজুরের সাহায্যে এগিয়ে আসে We r Rasulpurian।

Related posts

মেমারি সোমেশ্বর তলা পুরো এলাকা কনটেনমেন্ট জোন, শুরু হয়ে গেল স‍্যানিটাইজেশন

E Zero Point

মেমারির দধীচি ফাউন্ডেশন থেকে অন্নসেবা

E Zero Point

সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি – প্রথম পর্ব

E Zero Point

মতামত দিন