জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা
রবিবারের আড্ডা
————–৩ মে ২০২০ রবিবার—————
|| ফিরে দেখা ||
“পশুদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, চিন্তাশক্তি আছে। আছে দায়বদ্ধতাও। সব জেনেও এদের আমরা অস্বীকার করি শুধু মাত্র নিজেদের স্বার্থে। অস্বীকার না করলে এদের হত্যা করে আমরা খেতে পারতাম না। মানুষ হিসেবে আমদের লজ্জা করতো।”
-সেখ আনসার আলি, জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা
কবিতাগুচ্ছ
নতুন কিছু ভাবনা
রতন নস্কর
মন খারাপের মেঘ জমেছে দিন যাপনের ছন্দে
চেনা রুটিন হারিয়ে গেছে মারণ রোগের বনধে ।
রাজপথে রোদ নীরবে নাচে মানুষ এঁটেছে খিল
বাতাসে বিষ কমেছে অনেক আকাশে উড়ছে চিল।
প্রকৃতি মাতা হাসছে নীরবে জন্তুরা গৃহে বন্দি
বিশ্বমানব বুঝবে কবে গড়বে সেতু সন্ধি?
আচ্ছা যদি এমন হত সারা বিশ্ব জুড়ে
ভুবন বাঁচাতে বসত আসর যেত আমাজন পুড়ে?
ভাবুন সবাই আগুন সময় নতুন কিছু ভাবনা
লকডাউনের প্রয়োজন আছে? নড়ছে বুঝি ফাতনা?
কমবে দূষণ বাড়বে আয়ূ উঠবে ভুবন ভরে
নবচেতনার জাগরণ হোক নাহলেই যাব মরে ।
তাহলে আবার আসবে ডলফিন বুনবে পাখি বাসা
স্বপ্ন আঁকছি নতুন পৃথিবীর আকাশ ছোঁয়া আশা ।♦
ধুয়ে যাওয়া আলো
মুস্তারী বেগম
অভিমান
দিলীপ সাঁতরা
সব অভিমান ভুলে যাও ভাই
যে যেখানে আছ
বাকি কথা পরে যাবেও বলা
আগে সবাই বাঁচ।
পড়শি অনাহারে থাকে যদি
একটু ফিরে তাকাও
তোমাকেও সাহায্য করবে একদিন
এখন তাকে বাঁচাও।
ভায়ের মায়ের এত স্নেহ
ভুলোনা দ্বিজেন্দ্রগীতি
বিপদে মানুষকে কিছুটা দাও
দেখাওনা একটু প্রীতি।
দুঃসময়ে মানুষকে একটুদিলে
সবটা যাবে না ফুরিয়ে
তোমার সাহায্যে মানুষ বাঁচবে
তোমার যাবে ঠিক যুগিয়ে।♦
ক্ষমা করো
ইব্রাহিম সেখ
যতো পাপরাশি যতো ভুলভ্রান্তি—-
ক্ষমা করো! ক্ষমা করো! ক্ষমা করো!
বাঁচাও প্রভু!রক্ষা করো —
দূরকরো মৃত্যু যাতনা দাও অনাবিল শান্তি।
তোমার কৃপা ভিক্ষা করছে সারা বিশ্ব
দাও অভয়বাণী — দাও গো আশিস,
আমরা নিজের ভুলে হতেছি নিঃশ্ব
দূরকরে দাও নাগের বিষ,দাও গো আশিস।
আজ বুদ্ধিমান মানুষ শিখছে নুতন পাঠ–
মৃত্যু মিছিলের ঢল গলি হতে রাজপথে
আজ শুধু মানুষ লড়ছে একসাথে—
মরণের খাঁদ খুঁড়েছে মানুষ নিজেই
তার কিনারাই দাঁড়িয়ে চাইছি ক্ষমা,
সীমাহীন দয়ার সিন্ধু তুমি
তোমার প্রকৌশলে রচিত এ বিশ্বভূমি
তোমার ইঙ্গিতে হয়, জীবনের দাড়ি আর কমা—
দাও ক্ষমা! দাও ক্ষমা! ওগো দাও ক্ষমা!
মানুষ পুড়িয়েছে সবুজের বিশ্ব বনানী–
মায়ের জঠরে হত্যা করেছে অজাত শিশু!
ঘরে বাইরে, স্বদেশে বিদেশে বিশ্বযুদ্ধের হানাহানি,
আজ আমরা লজ্জিত, নিজেদের ভুল মানি।
ক্ষমতার দর্পে বিশ্বজনজাতি দেখে নাই কিছু
যুদ্ধে – যুদ্ধে হত্যার শিকার হয়েছে যিশু
মানুষের আঘাতে মানুষ হচ্ছে লাশ
পশুত্বের লালসা সমাজের ছাড়েনি পিছু।
তবুও তুমি দয়াময়, ক্ষমাশীল, ক্ষমা করো–
আমদের নেই মুক্তি — তুমি যদি ভুল ধরো,
ক্ষমা করো! ক্ষমা করো! ক্ষমা করো!!♦
zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান।
অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।