বিশেষ প্রতিনিধিঃ দিকে দিকে লকডাউনের ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, দু মুঠো অন্নের খোঁজে নিম্নবিত্ত ও রোজকার মজুর সকলেই আজ অসহায়। আর এই অসহায়দের পাশে দাঁড়ালো দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। গত ৪ মে জলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়রাপুর গ্রামে ৭০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিলি করলেন সোসাইটির সদস্য ও করোনা যোদ্ধা বিশ্বনাথ কর্মকার, মেহেদী হাসান, সুরজিৎ বসু, বিট্টু শেখ, শেখ নাসিম ও অন্যান্যরা।
দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আমিরুল আলি জানান যে, ২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্মের সাথে লিপ্ত থাকে এবং সকলকে লকডাউন মেনে সচেতনতার সাথে ঘরে থাকতে অনুরোধ করেন।