01/12/2023 : 7:57 AM
অন্যান্য

দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির খাদ্য সামগ্রী বিলি

বিশেষ প্রতিনিধিঃ দিকে দিকে লকডাউনের ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, দু মুঠো অন্নের খোঁজে নিম্নবিত্ত ও রোজকার মজুর সকলেই আজ অসহায়। আর এই অসহায়দের পাশে দাঁড়ালো দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। গত ৪ মে জলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়রাপুর গ্রামে ৭০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিলি করলেন সোসাইটির সদস্য ও করোনা যোদ্ধা বিশ্বনাথ কর্মকার, মেহেদী হাসান, সুরজিৎ বসু, বিট্টু শেখ, শেখ নাসিম ও অন্যান্যরা।

দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আমিরুল আলি জানান যে, ২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্মের সাথে লিপ্ত থাকে এবং সকলকে লকডাউন মেনে সচেতনতার সাথে ঘরে থাকতে অনুরোধ করেন।

 

Related posts

পশ্চিমবঙ্গে লকডাউনের সময় প্রয়োজনীয় পরিষেবার কর্মীদের জন্য ই-পাস

E Zero Point

দিল্লির তবলিঘ-ই-জামাত থেকে কে কে পশ্চিমবঙ্গে ফিরেছেন? জেলায় জেলায় চলছে খোঁজ

E Zero Point

প্রধানমন্ত্রী মোদীর ভিডিও কনফারেন্সে রাজনীতি বন্ধের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

E Zero Point

মতামত দিন