28/03/2024 : 9:05 PM
অন্যান্য

মেমারি পাহাড়হাটীতে বিডিও কার্যালয়ের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, পাহাড়হাটীঃ রাজ্যজুড়ে বিদ্যুৎ বিল মুকুব, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ, স্বচ্ছ রেশন ব্যবস্থা চালু,করোনা সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ ও অন্যান্য দাবিতে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলার সমস্ত মহকুমাশাসক ও বিডিও কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়।

আজ পাহাড়হাটী মেমারি-২ নং ব্লক অফিসের সামনে এই কর্মসূচি চলাকালীন পূর্ব বর্ধমান জেলা বিজেপি-র সহ-সভাপতি বিশ্বজিৎ পোদ্দার জানান যে, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অন্তর্গত প্রতিটি গরীব মানুষ আগামী ৩ মাস ধরে বিনামূল্যে যে রেশন সামগ্রী পাবেন, তা মেমারি-২ নং ব্লকে যথাযথ ভাবে প্রশাসনিক বর্তমান রাজ্য সরকারের ব্যার্থতার কারণে ঠিকমত পাচ্ছেন না বলে অভিযোগ করেন। রাজ্য সরকারে ব্যার্থতা তুলে ধরে একটি স্মারকলিপি মেমারি-২ নং ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারীক অনিন্দিতা রায় চৌধুরীর হাতে ভারতীয় জনতা পার্টির মেমারি-২ নং মন্ডল থেকে তুলে দেওয়া হয়।

 

Related posts

আসুন সকলে মিলে, সকলের জন্য কিছু করি | পিয়ালী মালাকার

E Zero Point

মেমারির পর বর্ধমানের সুভাষপল্লীর করোনা আক্রান্ত নার্স সুস্থ

E Zero Point

করোনায় প্রয়াত গোসাবার তিনবারের বিধায়ক জয়ন্ত নস্কর

E Zero Point

মতামত দিন