রামনারায়ণ চর্তুবেদী, বর্ধমানঃ এখনও লকডাউন শেষ হয়নি, রাজ্যসরকার অনুসারে ২১ মে ও কেন্দ্র সরকারের ১৭ মে তৃতীয় পর্যায়ের লকডাউন শেষ হতে না হতেই চতুর্থ পর্যায়ের লকডাউন কিছুটা শিথিল হয়ে শুরু হবে বলে জানা গেছে। কিন্তু তার শর্ত ও সমসসীমা এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যেই আজ থেকে খুলে যাচ্ছে বর্ধমান শহরের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। অবশ্যই শর্তসাপেক্ষে।
বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির ম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী জানান যে, গতকাল বর্ধমান থানার পুলিশ আধিকারিকদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার গ্রীন ও অরেঞ্জ জোনে নিত্যপ্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকান ছাড়াও বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আর এরপরেই ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা চালানো হয়।