17/02/2025 : 3:58 AM
অন্যান্য

বিদ্যুৎ বিভ্রাটে জেরবার গুসকরা ও তার পার্শ্ববর্তী অঞ্চল

guskara

পরাগ জ্যোতি ঘোষ, গুসকরাঃ বিদ্যুৎ বিভ্রাটে জেরবার গুসকরা এবং তার পার্শ্ববর্তী এলাকা গুলি । গত কয়েকদিন ধরেই সামান্য ঝড় বৃষ্টির পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুসকরা এবং তার পার্শ্ববর্তী এলাকা গুলি। প্রবল গরমে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের । এই সময় স্থানীয় কল-কারখানা গুলি বন্ধ তথাপি বিদ্যুৎ সংযোগের এমন বিমাতৃসুলভ মনোভাবে জেরবার এলাকা গ্রাহকদের । অভিযোগ দিনের পর দিন বেড়েই চলেছে বিদ্যুতের বিল এবং সময়মতো দিতে না পারলে জরিমানাও দিতে হয় ।তাই বিদ্যুৎ দপ্তরের এমন উদাসীনতা ভালো চোখে দেখছেন না গ্রাহকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠছে । এক সপ্তাহ আগেও বিদ্যুৎ সরবরাহ খুবই সুন্দর ছিল । কিন্তু গত এক সপ্তাহ থেকে এই সমস্যায় ভুগছে এলাকার মানুষজন । প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টির পরে সারারাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আবার সকালে ও বিদ্যুৎ আসছে না। মাঝে মাঝে ধুমকেতুর মত এল আবার চলে যাচ্ছে। স্থানীয় গুসকরা পাওয়ার হাউস এর ফোন নাম্বার সবসময়ই ব্যস্ত বলছে । কোনভাবেই যোগাযোগ করা গেল না গুসকরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে । কেন যে এই সমস্যা হচ্ছে গ্রাহকরা বুঝতে পারছেন না। তাই তারা আশাবাদী অবিলম্বেই গুসকরা বিদ্যুৎ দপ্তর এই সমস্যার সমাধান করবেন । না হলে এই গরমে ভীষণ কষ্ট পাবে গ্রাহকরা।

Related posts

করোনা সচেতনতায় মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা | অ্যালকোহল যুক্ত হ্যান্ড সানিটাইজারের থেকে সাবান বেশি কার্যকরী

E Zero Point

পবিত্র রমজান মাসে নামাজ এবং ইফতারের আয়োজন সামাজিক দূরত্ব বজায় রেখে করুনঃ কেন্দ্রীয় মন্ত্রী, মুক্তার আব্বাস নাকভি

E Zero Point

রমজান মাসে বিদ্যুৎ না থাকায় গলসি সাব স্টেশন অফিসে বিক্ষোভ

E Zero Point

মতামত দিন