16/01/2025 : 10:03 PM
আউসগ্রামআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ষার আগেই আউসগ্রামে রাস্তা বেহাল

শেখ নিজাম আলমঃ আউসগ্রাম ২ ব্লকের অধীনে এড়াল পঞ্চায়েতের এড়াল গ্রামের যমুনাদিঘী থেকে এড়াল ২ নং প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। বিদ্যালয়ের পড়ুয়া ছাড়াও এই রাস্তায় মাদ্রাসার বহু ছাত্র যাতায়াত করে। কেউ সাইকেলে কিংবা কেউ হেঁটে যাতায়াত করেন এই পথে। একটু বৃষ্টি হলেই কর্দমক্ত অবস্থা। কোথাও কোথাও গর্ত হয়ে গেছে। আউসগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলিকে জানালে,তিনি বলেন এই রাস্তা খারাপ হয়েছে শুনেছি। মেরামত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে দীর্ঘদিন এই রাস্তা না মেরামত হওয়ায় গ্রামের মানুষ ক্ষুব্ধ।

Related posts

পালসিটে পুলিশ-সিপিআইএম কর্মীদের বচসাঃ মেমারিতে ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া

E Zero Point

বন্যা কবলিত মানুষের পাশে লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়া

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন