08/09/2024 : 2:12 PM
আমার বাংলাপশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমানে সোমবার থেকে বাস চলবে

সেখ নিজাম আলমঃ পশ্চিম বর্ধমানের জেলাশাসক, পরিবহন সচিব, মিনিবাস ও বাস মালিকদের বৈঠক হলো গত শনিবার আসানসোলে। বৈঠকে সিদ্ধান্ত হয় অল্পসংখ্যক বাস চলবে জিটি রোডে। প্রত্যেক প্যাসেঞ্জারকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক প্যাসেঞ্জারকে লিস্ট অনুযায়ী ফুল ভাড়া দিতে বাধ্য থাকতে হবে। ডেলি প্যাসেঞ্জার বলে কেউ দাবি করতে পারবে না। দশটি বাসস্টপেজে স্যানিটাইজার মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। তিনি জানিয়েছেন ২২০০০ টাকা করে এক একটা মেশিনের খরচ হবে এবং সরকার থেকে সেই খরচের ব্যাবস্থা তিনি করে দেবেন। শুধুমাত্র লোক দিয়ে স্যানিটাইজার নিজেদেরকে করে নিতে হবে। কল্যাণ সমিতি বাস মালিক এ্যাসোসিয়েশনের সভাপতি নেতাই বসাক বলেন যদি প্যাসেঞ্জার ঠিকমতো হয় এবং তারা পূর্ণ ভাড়া দেয় তাহলেই বাস চালানো সম্ভব হবে।


Related posts

প্রজাতন্ত্র দিবস পালন হলো ইংরেজবাজারে

E Zero Point

স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় মেমারিতে প্রাণ ফিরে পেলো অসহায় ভবঘুরে

E Zero Point

ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন