07/05/2025 : 1:45 AM
রবিবারের আড্ডাসাহিত্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুব্রত চক্রবর্তী | মনোজ কুমার রায় | মুহাম্মদ ইসমাইল | নির্মাল্য পাণ্ডে | অর্পিতা চ্যাটার্জ্জী

কবিতা


কবিদের সারমর্ম

✒  মনোজ কুমার রায়
ওরা আজীবন স্মরণিকা স্মৃতি পটে–
মানুষের হৃদয়ে সেঁটে।
আলো দিয়ে থাকে উজ্জল–
নক্ষত্রের মতো।
কবিগুরু রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন–
সুকান্তের দুর্মর কবিতা সর্বত্র শিখরে।
এতসব কবিদের রাশি রাশি কবিতা
হৃদয়েতে ভাষা বাঁধে প্রেরণায় ভরে।
আসছে একে একে কবিদের জন্ম তিথি।
কতটুকু তা পালিত হবে  বুঝে উঠা দায়-
কোরনা ত্রাসে বাঁধা  যতসব নীতি।
বিশ্ব কবি  প্রাণের ঠাকুর আমরা  অসহায়?
নানা পুঁথি, নানা ভাষাভাষী চলার পথে পাথেয়-
রবি, মাইকেল, বিদ্রোহী নজরুল ইসলাম শ্রেয়।
কত শত অনুরাগী ছাত্র ছাত্রীরা ওদের জীবনী-
নিয়ে গবেষণা করে নিচ্ছে কত শত উপাধি।
সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত ভাণ্ডার-
পাঠে রবী ঠাকুরের পথনাটিকা ভেসে-
গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নোবেল শান্তি পুরস্কার-
 আর বৃটিশের নাইট উপাধি প্রত্যাখান শেষে।
বিদ্রোহী কবি কাজী নজরুল বঞ্চিত সমাজের–
পাশে দাঁড়িয়ে প্রতিবাদে এগিয়ে নিয়ে যেতে-
রচিত কবিতা প্রেরণা যোগায় নিঃস্তব্ধ রাতে।
নজরুল সঙ্গীত এখন ও উত্তর খুঁজে পথে।
শোষিত নির্যাতিত শ্রেণীর পাশে দাঁড়িয়ে থাকা-
কবি কেমন সল্প আয়ুতে ও শোষণের বিরুদ্ধে-
নানা বঞ্চিত সমাজের করুণ কথা তুলে ধরেন-
বিপ্লব এখন ও বেঁচে আছে কবিতার ঔষধে।♥


Related posts

ভালোবাসার কবিতাঃ সংঘমিত্রার মেয়ের বিয়েতে

E Zero Point

প্রচণ্ড ঠাণ্ডা – আগুন জ্বেলে শরীর উত্তপ্ত করতে ব্যস্ত ওরা

E Zero Point

দৈনিক কবিতাঃ রোদ্দুর

E Zero Point

মতামত দিন