বিশেষ সংবাদদাতাঃ একদিকে যখন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে রাজ্যে ঠিক তেমনই বাড়ছে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা।
গতকাল ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান ১০০ বছর ছুঁই ছুঁই ব্যক্তি করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরয়েছেন। শ্রীপতি ন্যায়বান, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়স ৯৯। করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন তাই ডায়মন্ডহারবার মহাকুমা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় পুরসভার পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ড হারবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ রায়,ডায়মন্ডহারবার মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু সেন প্রমুখ ।
এটা শুধু রাজ্যের মধ্যে নয় দেশের মধ্যেও নজির যে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক ৯৯ বছরের বয়স্ক কিন্ত কিছু চোখে পট্টি বাঁধা মানুষ সেগুলো দেখতে পান না। রাজ্যের করোনা পরিস্থিতির খারাপ দিকের যেমন প্রচার করেন, ভালো দিকটাও একটু দেখা উচিৎ বলে মনে করেন স্থানীয় ডায়মন্ডহারবারবাসীরা।