29/03/2024 : 11:42 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অন্য ভাবনায় ৫০ তম বিবাহ বার্ষিকী পালন

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৮ অগস্ট ২০২০:


একেবারে নতুন ভাবনায় নতুন আঙ্গিকে শুক্রবার ৫০ বছর পূর্তি বিবাহ বার্ষিকী পালন করেন কালনা শহরের আচার্য দম্পতি। করোনা আবহে এই দিনটি স্মরণে রাখতে এই দম্পতি ৬০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেন শাড়ি, কেক, মাস্ক ও স্যানিটাইজার।   কালনা পৌরসভার ১১ নং ওয়ার্ডের  শ্যামরাইপাড়ার এই দম্পতি  হলেন– সিদ্ধেশ্বর আচার্য ও যজ্ঞশ্রী আচার্য। সিদ্ধেশ্বর আচার্য ৩৩ বছর ৬ মাসের সরকারি চাকরির কর্মজীবনে বিভিন্ন ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।  আর তাঁর স্ত্রী যজ্ঞশ্রী আচার্য কালনা-১ ব্লকের বাঘনাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ থেকে অবসর গ্রহণ করেছেন।  যজ্ঞশ্রীদেবী জানান– তাঁদের বিয়ে ১৯৭১ সালে। বিয়ের পিঁড়িতে দু’জনের প্রথম দেখা।  চাকুরী জীবন,  রাজনৈতিক অস্থিরতায় সেই ভাবে কোন বিশেষ দিন স্মরণ করা সম্ভব হয়নি। দুজনের অবসরের পর ৫০ বছর পূর্তি বিবাহ বার্ষিকী পালন করা হল করোনা আবহকে খাপ খাইয়ে।  সিদ্ধেশ্বর বাবুর সরকারি চাকুরী করা ছাড়াও– সমাজের অনেক কাজই তিনি করেছেন। । তিনি ১৯৯৫  থেকে ২০০০ সাল পর্যন্ত   কালনা পৌরসভার  বাম পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। পর্যটন গাইড, সাংস্কৃতিক ইতিহাস-সহ ৫টি বই রয়েছে সিদ্ধেশ্বরবাবুর।

Related posts

ভাতার কৃষক বাজারে মানুষের স্বপ্নপূরণ

E Zero Point

যোগেশ মাইমে হয়ে গেল প্রগতি বাংলা ১৬ তম বার্ষিক উৎসব

E Zero Point

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শান্ত হতে বললেন মেমারির শহর সভাপতি

E Zero Point

মতামত দিন