29/03/2024 : 1:13 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিমলন গ্রামের সু-সন্তান প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৭ অগাস্ট ২০২০:


কালনা-১ নম্বর ব্লকের সু সন্তান উদয়চাঁদ সরকারের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।  রেখে গেলেন আত্মীয়-স্বজন বহু অনুরাগীকে।  বুধবার তিনি সিমলনের  বাড়িতেই বুকে ব্যথা অনুভব করেন।   সঙ্গে সঙ্গে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতলে ভর্তি করা হয়।   অবস্থার আরো অবনতি হলে তাকে বর্ধমান  অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   মৃতদেহ এদিন শিমলনের বাড়িতে নিয়ে এলে অসংখ্য অনুরাগী তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন।  পরে নিজের গ্রামের স্কুল এ কে বিদ্যামন্দিরে নিয়ে যাওয়া হয়।  সেখানে শ্রদ্ধা জানানোর পর কালনা শ্মশানে নিয়ে গিয়ে তার শেষকৃত্য সমাধা হয়।   তিনি  সিমলনের স্কুলে পড়াশোনা করে পরে  কলকাতার কাস্টম অফিসার হিসাবে চাকুরীতে যোগদান করেন।  কাজের নিরিখে তার পদোন্নতি হয়ে একটার পর একটা বড় অফিসারের পদ লাভ করেছেন।  যোগ্যতা দেখিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ব্লু উপাধি লাভ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে।  চাকুরী করার পাশাপাশি তিনি কলকাতার বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।  যে মাটিতে জন্ম নেওয়া,  বেড়ে ওঠা, সেই  সিমলন গ্রামকে কোনদিন ভুলে যাননি।  প্রতিদান হিসেবে এই গ্রামকে সাজিয়ে তোলার ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখে গেছেন। তার অর্থানুকুল্যে এই গ্রামে গড়ে উঠেছে ত্রিতল ছাত্রাবাস, স্কুল ভবন, গ্রামের রাস্তা, স্কুলের সরঞ্জাম সহ অনেক কিছুই। গ্রামের ছেলেদের উৎসাহ দিতে তিনি কলকাতা থেকে নামি নামি ক্রীড়াবিদদের সিমলন গ্রামে আহ্বান করে নিয়ে আসতেন।  বহু ছোট-বড় ক্লাবকে অর্থ সাহায্য দিয়ে ক্রীড়া ক্ষেত্রের উন্নতি করার চেষ্টা চালিয়ে গেছেন।  তার এই অবদানের কথা সিমলন গ্রামের বাসিন্দারা কোন দিনই ভুলতে পারবেন না বলে জানান গ্রামের বাসিন্দা সুকান্ত রায়।

Related posts

তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান মেখলিগঞ্জে

E Zero Point

প্রার্থী বদলে দাবী তৃণমূলেরও, বিক্ষোভ অবরোধ

E Zero Point

মুর্শিদাবাদের গঙ্গার ওপাড় পিরোজপুর ও বাজিতপুরবাসীদের দুরবস্থা

E Zero Point

মতামত দিন