20/10/2020 : 2:26 PM
আমার বাংলা আসানসোল খেলা দক্ষিণ বঙ্গ পশ্চিম বর্ধমান ফুটবল

বার্নপুরের ছেলে আইএসএলে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, আসানসোল, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বার্নপুরের ছেলে ঋত্বিক কুমার দাস এবার আইএসএলে খেলবেন। মঙ্গলবার কেরালা ব্লাসটার কর্তৃপক্ষ একটি ঘোষণা করে জানান এবার তাদের হয়ে মাঠে নামবে ২৩ বছরের মিডফিল্ডার ঋত্বিক।

গত বছরই তাকে আই লিগে রিয়েল কাশ্মীরের হয়ে খেলতে দেখা গেছে। আর এদিন তার আইএসএলে খেলার খবর পেয়ে এখন খুশির হাওয়া গোটা পশ্চিম বর্ধমানের ক্রীড়াপ্রেমীদের মনে।

Related posts

অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে ডেপুটেশন কালনায়

E Zero Point

মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

E Zero Point

আলুর দাম বাড়ছে, সরকার নিশ্চুপ

E Zero Point

মতামত দিন