24/04/2024 : 10:09 PM
বিদেশ

মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনাভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি।

সোমবার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি করোনাভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।

হ্যান্স ক্লুগ আরও বলেন, ‘একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।’

গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেওয়া কভিড-১৯ নামে রোগটি বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ সাড়ে ৬ হাজারের বেশি।

Related posts

মার্কিন প্রেসিডেন্টকে বিষমাখা চিঠি, বন্দুকসহ নারী গ্রেপ্তার

E Zero Point

কে হবে বিশ্ব অভিভাবক ? ক্ষমতার ভরকেন্দ্রের পরিবর্তন…

E Zero Point

প্রণব মুখার্জি বাংলাদেশের মানুষের কল্যাণে চিন্তা করতেনঃ শেখ হাসিনা

E Zero Point

মতামত দিন