04/05/2024 : 8:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বড়শুল কিশোর সংঘের মানবিক উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ এপ্রিল ২০২১:


বর্ধমানের কাঞ্চননগর উদয়পল্লীর বাসিন্দা রঙ্গন কুড়ি(১১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বর্ধমানের “আবিরা” সংস্থার পক্ষ থেকে খবর পাওয়া মাত্রই রঙ্গন কুড়ির বাড়িতে গিয়ে তার বাবার হাতে বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে ৫ হাজার টাকা তুলে দেওয়া হলো।

বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ জানান যে, বড়শুল কিশোর সংঘ সারা বছর বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে থাকে। আমাদের ক্লাবের পক্ষ থেকে যাতে ওই পরিবারের পাশে আগামী দিনেও থাকতে পারি তার জন্য চেষ্টা করবো। রঙ্গন কুড়ি যাতে দ্রুততার সাথে সুস্থ হয় তার কামনা করি।

Related posts

পূর্বস্থলীর মৃৎশিল্পীরা চরম বিপাকে

E Zero Point

ভাতারের কালুত্তক গ্রামে ঔরস উপলক্ষে রক্তদান শিবির

E Zero Point

নবান্ন অভিযান সফল করতে ডিওয়াইএফআই-এর মিছিল

E Zero Point

মতামত দিন