29/09/2023 : 11:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

পঞ্চম পর্বের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি পদ্মশিবিরের

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৫ এপ্রিল ২০২১:


আগামী ১৭ এপ্রিল, পঞ্চমদফার ভোটের জন্য প্রস্তুতি পর্ব তুঙ্গে সব রাজনৈতিক দলের। জামালপুর বিধানসভা কেন্দ্রও পিছিয়ে নেই এই প্রস্তুতি পর্বে। এই কেন্দ্রে জোরদার প্রচারচালাচ্ছেন জামালপুরের বিজেপি প্রার্থী বলরাম ব্যাপারী। তিনি জামালপুর বিধানসভার মুগরো অঞ্চলে মা বিষহরি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।


এখানের গুনার ও সাকটিয়া অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তিনি জনসংযোগ করেন। তিনি সকলকে সোনারবাংলা গড়তে বিজেপি প্রার্থীকে ভোটদিতে বলেন।

এদিন প্রচারকার্যে বলরাম ব্যাপারী’র সঙ্গে ছিলেন ৭এ মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক সহ মন্ডলের নেতৃত্বরা। বলরাম বাবু শাকটিয়া গ্রামেরই এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন। তাঁর বক্তব্য, যেভাবে তিনি মানুষের সাড়া পাচ্ছেন তাতে তাঁর জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।

Related posts

মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

E Zero Point

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

E Zero Point

নার্সদের ওপর হামলার প্রতিবাদে ডেপুটেশন কালনা হাসপাতালে

E Zero Point

মতামত দিন