18/09/2023 : 9:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নির্বাচনী প্রচারে পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৫ এপ্রিল ২০২১: 


রবিবার দুপুরে পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভার অন্তর্গত মধুপুর, বৃদ্ধপাড়া, মছলন্দপুর এলাকায় নির্বাচনের প্রচার সারলেন বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক। এদিন গ্রামের মানুষের কাছে প্রচারে গিয়ে বাড়ি নেই, জল নেই এমন অভিযোগ শুনতে হয় তাঁকে। তারপরই তিনি আশ্বস্ত করেন এলাকার মানুষদের। ভোট দিয়ে জিতিয়ে আনলে অবশ্যই তাদের সমস্যার সমাধান করবেন তিনি।

এদিন নাম না করে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথকে কটাক্ষ করে বলেন, তিনি নেতা নন তিনি একজন বড় অভিনেতা। গরিব মানুষদের চাকরির ব্যবস্থা করেননি, করেছেন নিজের ছেলের চাকরির ব্যবস্থা। পাশাপাশি তিনি এদিন এলাকাবাসীদের আশ্বস্ত করেন ভোটে জিতে এলে তাদের পাশে দাঁড়াবেন।

এদিনের এই প্রচারে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি শুভদীপ মাফদার বিজেপি কর্মী তারক সাহা সহ বিশিষ্টজনেরা।

Related posts

কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেপ্তার

E Zero Point

মন্তেশ্বের সিপিআইএম পার্টি সদস্য সুশান্ত কোনারের জীবনাবসান

E Zero Point

শনিবার রাতে খড়গ্রামে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

E Zero Point

মতামত দিন