23/04/2024 : 8:28 PM
আমার দেশ

কনটেইনার সরবরাহ অব্যাহত রাখতে ভারত কনটেইনার উৎপাদন করবে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২০ এপ্রিল ২০২১:


ভারতে কনটেইনার-এর অভাব এবার দূর হতে চলেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন লজিস্টিকস বিভাগের বিশেষ সচিব শ্রী পবন আগরওয়াল আজ সংবাদমাধ্যমের কাছে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মার্চ মাসে অতিরিক্ত ৫৮ শতাংশ রপ্তানি হয়েছে। কনটেইনার শিপিং লাইনস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া জানিয়েছে যে, এই রপ্তানির পরিমাণ ২০১৯ সালে এই সময়ের চেয়ে ১৭-১৮ শতাংশ বেশি।

চলতি বছরের ১৫ এপ্রিল ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এবং কনটেইনার শিপিং লাইনস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার সঙ্গে পর্যালোচনা করে দেখা গেছে যে, কনটেইনারের সংকট ক্রমশ দূর হতে চলেছে। তবে কেবলমাত্র খাদ্য দ্রব্যবাহী অর্থাৎ চা-কফি, মসলা প্রভৃতি রপ্তানির ক্ষেত্রে কন্টেনারের অভাব রয়েছে। বিশেষত কোচি, তুতিকোরিন, চেন্নাই এবং ব্যাঙ্গালোর সমুদ্রবন্দরে।

কনটেইনারের অভাব দূর করতে এবং সহজে যাতে কনটেইনার পাওয়া যায় সেজন্য দেশে কন্টেনার তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ভারতকে হেভি এলেক্ট্রিক্যালস লিমিটেড এবং ব্রেথওয়েট এন্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২ হাজার কনটেইনার কেনার কথা জানিয়েছে।

Related posts

১০টি রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধমুখী

E Zero Point

দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজারেও বেশি, ভাঙল অতীতের সব রেকর্ড

E Zero Point

দেশে ইস্পাতের ব্যবহার বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা

E Zero Point

মতামত দিন