25/04/2024 : 1:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

৩৬৬ জন করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানে, উদ্বেগ বাড়ছে জেলা জুড়ে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২২ এপ্রিল ২০২১:


যত দিন যাচ্ছে গোটা দেশ ও রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। আজ বৃহস্পতিবার জেলায় ৩৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৩৬৬ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজ ১ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫০২৭ জন।  বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে। ১২৪৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ২৩৮৫ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ২, আউসগ্রাম২ – ১৮, বর্ধমান পৌরসভা – ১২৫, ভাতার -২৮, বর্ধমান১- ২৫, বর্ধমান২- ১৩, দাঁইহাট পৌরসভা- ৩, গলসী১ – ১৬, গলসী২ -২, গুসকরা পৌরসভা –  ৫, জামালপুর – ১৩, কালনা পৌরসভা – ১০, কালনা১ – ৩, কালনা২ – ৪, কেতুগ্রাম১ – ১, কেতুগ্রাম২ -০, কাটোয়া পৌরসভা – ৯, কাটোয়া১ – ১, কাটোয়া২ – ৩, খন্ডোঘোষ – ৫, মেমারি১ -২০, মেমারি২ – ৪, মেমারি পৌরসভা – ১৭, মন্তেশ্বর-৩, মঙ্গলকোট – ১, পূর্বস্থলী১ – ৪, পূর্বস্থলী২ – ৭, রায়না১ – ৪, রায়না২ – ৫, অন‍্যান‍্য জেলা – ১৫ জন আক্রান্ত হয়েছেন।

 

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য।

 

 

Related posts

মাস্ক না পরায়, বর্ধমানের পথচারীদের হাতে গোলাপ দিলেন এস. আই. বরুণ সরকার

E Zero Point

মেমারিতে তৃণমূল কংগ্রেসের ইফতারের আয়োজন

E Zero Point

নিজেকে নিজেই বাঁচানোর নির্দ্দেশিকা পত্র বিলি কালনা পৌর এলাকায়

E Zero Point

মতামত দিন