29/03/2024 : 11:36 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ অব্যক্ত – শম্পা গাঙ্গুলী ঘোষ

নদীর কাছে গেলেই ….
বেয়াড়া, অব্যক্ত ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে
ব্যক্ত হয়ে ওঠে….
নৈঃশব্দ্যের নগরী থেকে উঠে এসে
আমাকে টেনে নিয়ে যেতে চায় শব্দময়তায়…..

প্রথমে সে ডাকে তার কুলুধ্বনিতে, সুর তুলে…
ডাকতেই থাকে, বিভোর হয়ে,
কখনো মল্লার, কখনো ও বা ভাটিয়ালি, পিলু….
উচাটন হয় আমার অন্তর নবপরিণীতা সম।
তারপর একে একে আদরে সোহাগে সে
ডাক দেয় আমার নামগুলো ধরে….
মানসী, মেঘ বালিকা, বলাকা…..
আরো কত কি ….
আমি অস্থির নিশ্চল হয়ে পাড়ে বসে থাকি
এই নাম আর সুরের মূর্ছনায় বিভোর হয়ে।

বেলা বইতে থাকে।
জোয়ারের জল ছলাৎ ছল, ডাকছে আমাকে…
এসো, অবগাহন করো,
তোমার সব কষ্ট ধুয়েমুছে দেব আমি,
চাইলে তোমার চোখের জলও
লুকাতে পারো আমার বুকে।

আর নয়….. অমোঘ আকর্ষণে
ঝাপিয়ে পড়ি, পরিপূর্ণ হতে থাকি।
বুকের জমাট ব্যাথাগুলো জোয়ারের জলোচ্ছ্বাসে
অশ্রুকণা হয়ে ভেসে যায়, বয়ে যায়….. ‌
আর প্রতিশ্রুতি দিয়ে যায়… ‌
” তোমার সব অশ্রু আজ থেকে আমার হল,
ভাসিয়ে নিয়ে যাব তাদের
অনেক বড় সমুদ্রের বুকে….
তোমার চোখের নোনাজল আর
সমুদ্রের নোনাজল
যেখানে একাকার হয়ে অব্যক্ত থেকে যাবে।”



দৈনিক কবিতা বিভাগে লেখা পাঠাতে হলে ইমেইল করুন zeropointpublication@gmail.com



 

Related posts

পার্থিব দেহত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুপর্ণা সেনগুপ্ত | রতন নস্কর | ডঃ সায়ন ভট্টাচার্য | মুহাম্মদ ইসমাইল | আব্দুল হিল শেখ

E Zero Point

দৈনিক কবিতাঃ রোদ্দুর

E Zero Point

মতামত দিন