24/03/2023 : 11:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের মাঠ থেকে একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ, এলাকায় চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২ জুন ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বেলেন্ডা মাঠ এর কাছ থেকে একটি মৃতদেহ উদ্ধার করল ভাতার থানার পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে এই মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ওই মৃত ব্যক্তির বাড়ি কুলচন্ডা গ্রামে। নাম চন্দন মাইলি, বয়স ৪০।

মৃতের ভাই রাজেশ মাহালী জানান, গতকাল সকালে দাদা বেরিয়েছিল কাজে। বিকেল পর্যন্ত বাড়ি ফিরিনি। খোঁজখবর করি এরপর শুনতে পায় ভাতার থানা একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এসে দেখি আমার দাদার মৃতদেহ। কি কারনে দাদা মারা গেল বুঝে উঠতে পারছিনা।

মৃতদেহ আজ পোস্টমাডাম এর জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে ভাতার থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।

Related posts

বহিরাগতঃ নেতারা না ভেবেই রাজনৈতিক শব্দ চয়ন করেন

E Zero Point

জামালপুর ব্লকের জোতশ্রীরাম পঞ্চায়েত থেকে আমন বীজ ধান প্রদান

E Zero Point

গলায় ছুরি ঠেকিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, সালিশি সভায় অভিযুক্তকে আড়াল করে রাখার অভিযোগ

E Zero Point

মতামত দিন