24/04/2024 : 2:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অভিনব উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন মেমারির ছাত্র ছাত্রীদের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ৬ জুন ২০২১:


প্রকৃতির প্রাণ ফেরাতে পরিবেশ দিবসের আয়োজন হয় প্রতিবছর ৫ই জুন। কোভিড-১৯ এর তাণ্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা মেমারির এই ইংরেজি মাধ্যম স্কুলের ইকো ক্লাবের ছাত্রী ছাত্র দের। প্রায় দুই বছর ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি।

প্রকৃতির ওপর চালানো অবিচার কিছুটা কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে, ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা’ ।

জীববৈচিত্র্য সংরক্ষণের এখনই সময়। একথা মাথায় রেখে মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের পক্ষথেকে গতবছরের ন্যায় সামাজিক দ্বায়িত্ব পালন করলো বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে। প্রতিবছর এই দিনটিতে ছাত্র ছাত্রীরা সবুজের আনন্দে মেতে উঠে, বিগত দুই বছর সেটা সম্ভ নয় তাই অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্যেই বৃক্ষরোপণ এর মাধ্যমে প্রকৃতিকে সাজালেন।

স্কুলের ছাত্রী ছাত্র রা নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণ, বিভিন্ন পরিবেশ সচেতনতার নানান ধরনের উদ্যগ নিলো অভিনব ভাবে।এর সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারে সকলকে পরিবেশ রক্ষায় সচেতন হবার আহ্বান জানালো।

Related posts

দক্ষিণ ২৪ পরগনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ জন

E Zero Point

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মেমারির এক ব্যক্তি

E Zero Point

সমবায় থেকে খেলে উগলে ফেলতে হবেঃ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

মতামত দিন