জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২০ অগাষ্ট ২০২১:
হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের যৌথ উদ্যোগে বেলডাঙ্গা দরগা তলায় মহরম উৎসব পালন এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। প্রায় আড়াইশো বছর ধরে ওই এলাকায় মহরম মাসের ১০ তারিখ দিনটিকে পালন করা হয়। মহরমেরকে উপলক্ষ করে স্থানীয় বাচ্চা ও দুঃস্থদের মধ্যে খিচুড়ি বিলি করা হয়।
মুসলিম সম্প্রদায়ের মহরম একটি পবিত্র উৎসব আর এই মহরম উৎসবকে কেন্দ্র করে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তুলে ধরল মুর্শিদাবাদের কিছু এলাকাবাসী। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার দরগা তলা এলাকায় প্রায় আড়াইশো বছর ধরে হিন্দু ও মুসলমান দুই ধর্মাবলম্বী মানুষদের যৌথ উদ্যোগে মহরম পালন করা হয় ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতি পাশাপাশি নরনারায়ণ সেবার আয়োজন করা হয় ।
এই মহরম কমিটির উদ্যোগে হিন্দু-মুসলমান উভয় তাজিয়ার সামনে প্রদীপ,মোমবাতি ও ধুপ জ্বালিয়ে দিনটি উদযাপন করে যথাযথ মর্যাদার সঙ্গে। যখন কার্যত সাম্প্রদায়িক টানাপোড়েন চলছে ঠিক তার মধ্যেই এভাবে একসঙ্গে হিন্দু-মুসলিমের মহরম পালন নতুন করে দিস দেখাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে।