28/04/2024 : 11:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পুলিশ ডে পালন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ সেপ্টেম্বর ২০২১:


পশ্চিমবঙ্গের পুলিশকে সম্মান  জানিয়ে ২০২০  সালে পয়লা সেপ্টেম্বরের দিনটি পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যজুড়ে দ্বিতীয় পুলিশ দিবস সাড়ম্বরে পালিত হলো । কোথাও পুলিশ থানাকে সুসজ্জিত করা হলো নানান রং – বেরংয়ের আলোয় বা কোথাও পথসভার মাধ্যমে উদযাপিত হলো দিনটি । বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও নানা জায়গায় পুলিশকর্মীদের সমাজ রক্ষায় তাদের অবদানের জন্য সম্মান জানানো হয় ।

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা পুলিশ ডে পালন করেন। পুলিশ ডে উপলক্ষ্যে থানা অফিস প্রাঙ্গণে ও মেমারি জি, টি, রোড চৌমাথার মোড়ে মাস্ক বিলি করা হয়।

এছাড়াও মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মেমারি থানার অফিসার ও পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।



Related posts

সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নমিনেডবোর্ড গঠন

E Zero Point

পুলিশ ফাঁড়ি না সরানোর দাবীতে বিক্ষোভ

E Zero Point

বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানের মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের 

E Zero Point

মতামত দিন