20/03/2023 : 11:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বড় দুর্ঘটনা থেকে রক্ষাঃ মেমারিতে পার্কের দেওয়ালে লরির ধাক্কা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২২ এপ্রিল ২০২২:


শুক্রবার সকালে মেমারি মায়েরকোলে কলতান পার্কের দেওয়ালে একটি ধান বোঝাই লড়ি ধাক্কা মেরে উল্টে যায়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু বিকাল বেলা হলে বড় দুর্ঘটনা হতে পারতো। বিকালে পার্কে বাচ্চার খেলা করে। লরিটি পার্কের বাচ্চাদের খেলার সিল্পারে উল্টে গেছে। কলতান পার্কের পাঁচিলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related posts

দাদপুর থানার পুলিশের মানবিক ভূমিকা

E Zero Point

সরকারি সহায়ক মূল্য আলুর থেকে খোলা বাজারের দাম কমে যাওয়ায়, তিনদিন ধরে বিক্রি নেই আলু

E Zero Point

মন্তেশ্বরে করোনা আবহে বন্ধ মহরমের লাঠিখেলা ও তাজিয়া

E Zero Point

মতামত দিন