জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৫ নভেম্বর ২০২২:
মেমারি পৌরসভার উদ্যোগে বিবেক চ্যালেঞ্জ ট্রফি (নকআউট) মহিলা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল মঙ্গলবার মেমারি নবপল্লী মাঠে অনুষ্ঠিত হয়। ১২ দলীয় এই খেলায় সেমিফাইনালে মুখোমুখি হয় নূর উমেন্স স্টার কলকাতা বনাম মেমারি মহিলা ফুটবল অ্যাকাডেমী। ট্রাইবেকারে দুই গোলে জয়ী হয় নূর উমেন্স স্টার কলকাতা।
খেলার উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। তিনি বলেন ২০২০ করোনার সময় এই টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়েছিল, আজ আবার তা শুরু হলো। আবার নতুন উদ্যোমে বিবেক চ্যালেঞ্জ ট্রফি শুরু হবে মেমারি স্টেডিয়ামে।
ফাইনাল খেলা আগামী রবিবার ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দিতা করবেন নূর উমেন্স স্টার কলকাতা বনাম বাঁকুড়া মহিলা ফুটবল অ্যাকাডেমী।