জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ২৯ নভেম্বর ২০২২:
বিভিন্ন রাস্তায় ওভারলোড গাড়ি যাচ্ছে। যার ফলে বিভিন্ন রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক গাড়ির নেই কোন বৈধ কাগজ । সরকারের রাজস্ব নষ্ট করে অবৈধভাবে নিয়ে যাচ্ছে বালি । এই সমস্ত দেখার জন্য আজ সকালে মঙ্গলকোটের লোচনদা সেতুতে নাকা চেকিং চালালো, এম.ভি.আই এর আধিকারিকরা।
প্রায় ১০ থেকে ১৫ টি গাড়ির উপর এই নাকা চেকিং চলে একটি গাড়িকে আর্থিক জরিমানা করে আধিকারিকরা। আধিকারিকরা জানিয়েছে এই অভিযান আগামী দিনেও চলবে মঙ্গলকোটের বিভিন্ন রাস্তায় ।