25/03/2025 : 12:06 AM
আমার দেশ

পূর্বস্থলীতে সম্প্রীতির নিদর্শনঃ হিন্দু পদযাত্রীদের পাশে মুসলিমরা

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২২ মে ২০২৪ :


রাত পোহালেই লক্ষাধিক মানুষ ভিড় করবেন পূর্বস্থলী দু’নম্বর ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরে। আর সেই উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা থেকে নবদ্বীপের বড়ালঘাট থেকে বাঁকে জল নিয়ে রওনা দিয়েছেন কয়েক হাজার ভক্ত। আর রাস্তায় তাদের হাতেই জল শরবত ও মিষ্টি তুলে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রীতির এমনই নিদর্শন দেখা গেল এদিন বুধবার সন্ধ্যায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা এলাকায়।

স্থানীয় এলাকার এক সমাজসেবী নজরুল শেখ এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই জলছত্রের আয়োজন করেছে তারা, তরমুজের শরবত, ঠান্ডা জল লাড্ডু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এই ক্যাম্প থেকে। উদ্যোক্তাদের তরফে মূল উদ্যোক্তা নজরুল শেখ তিনি এদিন জানান প্রতিবছরই আমরা এটি করে থাকি। আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী স্বপন দেবনাথ এর কাছে আমরা শিখেছি ধর্ম যার যার উৎসব সবার আর সেই কথাকে পাথেয় করেই এই উদ্যোগ।

Related posts

ভারত জোড়ো অভিযানের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত কলকাতায়

E Zero Point

চতুর্দশ ভারত-সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

E Zero Point

৭৩ তম প্রজাতন্ত্র দিবসঃ কিন্ত প্রশ্ন একটাই – গণতন্ত্রের চারটি স্তম্ভ কেন ক্রমশ দুর্বল হচ্ছে?

E Zero Point

মতামত দিন