জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ নভেম্বর ২০২৪ :
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ১৪ নভেম্বর সারাদেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। । জানা যায় পণ্ডিত নেহেরু শিশুদের খুব পছন্দ করতেন এবং শিশুরা তাকে চাচা নেহেরু নামে ডাকত। শিশুদের প্রতি ভালোবাসা ও মমতার কারণে তার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শিশু দিবস উদযাপনের পিছনে গুরুত্ব হল শিশুদের প্রতি ক্রমবর্ধমান অত্যাচার, শিশুশ্রম এবং শিক্ষার অভাবের মতো সমস্যাগুলি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। যার জন্য প্রতি বছর অনেক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেরকমই এক অনুষ্ঠান চোখে পড়লো মেমারিতে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত পাহাড়হাটিতে দেখা গেল শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা। পাহাড়হাটি শিশু তীর্থ কে জি স্কুলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় ৩৫০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে পাহাড়হাটি বাজার পরিক্রমা করে স্কুলে ফিরে আসে।
সুশৃঙ্খল ভাবে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারদের নির্দেশ মতো শোভাযাত্রায় শিশুদিবসের স্লোগান সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করে। বেশ কয়েক জন ছাত্রছাত্রী বিভিন্নরূপে সুসজ্জ্বিত হয়েছিল যাদের মধ্যে পন্ডিত জওহরলাল নেহরুর বেশে সুসজ্জ্বিত ছাত্রটি সকলের নজর আসে।
পাহাড়হাটি শিশু তীর্থ কে জি স্কুলের প্রিন্সিপ্যাল অশোককুমার ঘোষ জানান, ১৯৯৪ সাল থেকে পাহাড়হাটি সহ আশেপাশে এলাকায় অজস্র ছাত্রছাত্রীর প্রথম শিক্ষার ভিত্তি এখান থেকে তৈরি হয়েছে। যারা আজ সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। স্কুলে সারাবছর পুঁথিগত শিক্ষা ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচী গ্রহণ করা হয়। শিশুদিবস পালন তাদের মধ্যে অন্যতম।
তিনি আরও জানান, শিশু দিবসের মূল উদ্দেশ্য হল শিশুদের অধিকার রক্ষা করা, তাদের নিরাপদ পরিবেশ প্রদান করা এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া। এই দিনটি শিশুদের আনন্দের পাশাপাশি তাদের অধিকারের প্রতি সমাজে দায়বদ্ধতার প্রতীক।