16/01/2025 : 9:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আবাস যোজনা নিয়ে গ্রাম সভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৫ ডিসেম্বর ২০২৪ :


গোটা রাজ্যে আবাস যোজনায় ঘর নিয়ে ইতিমধ্যেই দুর্নীতি অভিযোগ উঠেছে একাধিকবার । এবারে এই আবাস যোজনা বিষয় নিয়ে গ্রাম সভা অনুষ্ঠিত হলেও পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পদাধিকারীদের পাশাপাশি এলাকার মানুষজন উপস্থিত ছিলেন । এই গ্রাম সভাতে বহু মানুষ তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হন ।

অভিযোগ ২০২২ সালের তালিকা তে যোগ্য প্রাপকদের নাম থাকলেও ২০২৪ সালের যে নতুন তালিকা তৈরি হয়েছে সেখান থেকে তাদের আবাস যোজনা অনেকের নাম বাদ চলে গেছে ।

ইতিমধ্য এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ।
এই গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভাতে উপস্থিত ছিলেন বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্না কিসকু, উপপ্রধান জিন্নাত আলী শেখ , পঞ্চায়েতের সেক্রেটারি জয়দেব কোড়া , এপিও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পদাধিকারী গণ।

Related posts

ভোরের আলো স্বেচ্ছাসেবী সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

কৃষি বিলের বিরোধিতায় মালদা শহরে মহিলা তৃণমূলের প্রতিবাদ মিছিল

E Zero Point

দুয়ারে সরকারের পর এবার মেমারিতে দুয়ারে পাঠশালা

E Zero Point

মতামত দিন