06/05/2024 : 9:24 AM
অন্যান্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~নির্মাল্য পাণ্ডে | অশোক কুমার ভট্টাচার্য | সেখ আব্দুল মান্নান | স্বপ্না চক্রবর্তী | মিরাজুল সেখ | করকাশ্রী চ্যাটার্জী ~

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা

রবিবারের আড্ডা

————–১০ মে ২০২০ রবিবার—————


|| ফিরে দেখা ||
“আমার অভ্যাস হচ্ছে দু’দিন পর পর জায়গা বদল করা। মানুষ গাছের মতো। এক জায়গায় কিছু দিন থাকলে শিকড় গজিয়ে যায়। আমি চাই না আমার শিকড় গজাক। ঈশ্বর প্রেম ছাড়া অন্য কিছুর জন্য শিকড় গজাক।”
-সেখ আনসার আলি, জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা

অঙ্কনঃ কিঞ্জল দত্ত (ষষ্ঠ শ্রেণী) হায়দ্রাবাদ

কবিতাগুচ্ছ


 রবির ছটা

✒ নির্মাল্য পাণ্ডে

এল এল রে, এল আবার পঁচিশে-বৈশাখ!
গানে গানে, নাচের তালেতালে, মাতবে বাংলা,
করবে বরণ বিশ্বকবি গুরুদেবকে, দেখাবে দিশা,
আগামী প্রজন্মে যেন বাজে নবীন সুরের শঙ্খ!
দেবে তুলে নবনব কবিতা-গল্প!
দেবে শ্রদ্ধাঞ্জলি কবিপদে অল্প অল্প-
যা হবে একদিন মহীরুহ, সাহিত্য-আড্ডার গর্ব,
নেবে জন্ম আধুনিক কবিতার, গানের স্বর্গ।
কিন্তু হায়! একি হলরে মর্তে,
সকলে আছে যে বসে মুষড়ে!
করোনার থাবায়, হয়েছে শিল্পীরা ঘরবন্দী,
রেখেছে তুলে সেতার, হারমোনিয়ায়ম, গীতাঞ্জলী!
নীরস বদনে, সাশ্রু নয়নে, করব স্নান ‘রবির ছটাতে’
যা হবে শিল্পী জীবনের অমোঘ অস্ত্র ‘আগামী কিরণে’!♥


কবি প্রণাম

✒ অশোক কুমার ভট্টাচার্য

নিস্তব্ধ পৃথিবীর আঙ্গিঁনায়
নিঃশব্দ পঁচিশে বৈশাখ তব,
নিভৃতে নিরবে মোর বন্দনা
নতশিরে রাখিনু চরণে তব !
হে ঋষি লহ মোর পূজার ফুল
অমৃত-অমর কাব্যে আরবার
প্রসাদ স্বরূপে দাও চিত্তে মোর
তব কাব্যরসের জ্ঞানভান্ডার ||♥


 

রাকেশ চৌধুরী (প্রেসিডেন্ট, বেঙ্গল ক্লাব-সুরত)

রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।

পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়, তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন

Related posts

পূর্ব বর্ধমানের আউসগ্রামে আবার করোনা আক্রান্ত হলেন ১৯ বছরের যুবক

E Zero Point

জিরো পয়েন্টে খবর প্রকাশিত হবার পরই গুসকরায় প্রশাসনের নজরদারি

E Zero Point

করোনা পরবর্তীতে পরিস্থিতির শিকার হবেন অনেকেই, সেটি করোনার থেকেও মারাত্মক | অর্ক পাল

E Zero Point

মতামত দিন