26/04/2024 : 9:41 PM
অন্যান্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~নির্মাল্য পাণ্ডে | অশোক কুমার ভট্টাচার্য | সেখ আব্দুল মান্নান | স্বপ্না চক্রবর্তী | মিরাজুল সেখ | করকাশ্রী চ্যাটার্জী ~

কবিতাগুচ্ছ


মিছিমিছি মায়ের দিন

✒ স্বপ্না চক্রবর্তী (মনকলমী)

সংস্কারটা ঠিক এমন
মেয়ে যখন সে
একটু‌বড়ো হলেই দাও
পরের ঘরেতে।

সেখান থেকে ফেরৎ না হয়
সঙ্গে যাবে কিছু
গয়না আর নগদ ছাড়াও
স্থাবর আগু পিছু ।

যেগুলো তার নিজের হলেও
আদতে নয় তার
চলছে এমন কানুনটাই
অন্য মতটা কার ???

গুণে যেন সাগর হয়
রূপেও তেমনটাই
সবার উপর থাকা চাই
কোমল ভাবটাই।

না হলে সে অলক্ষ্মী যে
বাপ মা ও তাই যখন,
শুনতে শুনতে শিরদাঁড়াতে
ঘূণ ধরবে তখন।

সুন্দর এক লক্ষ্মী মেয়ের গল্প
হবে পুরো
যখন তার ঘরে বাইরে ভরসা
ভেঙে গুঁড়ো।

এরা যখন মা হয়ে যায়
প্রাপ্তি শুধু এই
দুঃখদাতার সংখ্যা বাড়ে
আর তো তফাৎ নেই।

সত্যি ভাবি মেয়েগুলোর
বুদ্ধি কবে হবে?
দিনগুলো সব মিছিমিছি ই
মায়ের দিন হবে।♥


পরিযায়ী শ্রমিক

✒ মিরাজুল সেখ

দেশ থেকে দেশান্তরে
কাজের সন্ধানে ,
চলেছে ছুটে শ্রমিক বীর
ক্ষুধা নিবারণে।
মায়ার বাঁধন ছিঁড়ে গেছে
অন্ন সংস্হানে ,
বৃন্দাবনের সুখের তরে
লড়ছে একলা রণে।
মলিন দেহে কাজের নেশায়
ক্ষতের চিহ্ন এঁকে,
লাল রক্ত হয়েছে ধূসর
ঘামের গন্ধ মেখে।।♥


রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।

পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়, তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন

Related posts

লকডাউনে কলকাতা হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ

E Zero Point

মেমারির দধীচি ফাউন্ডেশন থেকে অন্নসেবা

E Zero Point

আউশগ্রামে আগুনে ভস্মীভূত বেডিং হাউস

E Zero Point

মতামত দিন