28/04/2024 : 4:05 AM
রবিবারের আড্ডাসাহিত্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুব্রত চক্রবর্তী | মনোজ কুমার রায় | মুহাম্মদ ইসমাইল | নির্মাল্য পাণ্ডে | অর্পিতা চ্যাটার্জ্জী

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা

রবিবারের আড্ডা

————–৭ জুন ২০২০ রবিবার—————


|| ফিরে দেখা ||
“কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথামনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।”
-হুমায়ূন আহমেদ


কবিতা


স্মৃতির দহন

✒  সুব্রত চক্রবর্তী
মিথ্যের ভারে “প্রকৃত সত্যি” গুলো আজ দিশাহীন!
তাই ভুল বোঝাটা খুবই সহজ!
আর সেই ভুলের যন্ত্রনাটা
বয়ে নিয়ে বেড়ানো খুব কঠিন!
মিথ্যের মুখোশ ছিঁড়ে আসল সত্যিটাই
খুঁজে বার করা মানুষ গুলোরই আজ বড্ড অভাব!
তাই অন্যায় না করেও অন্যায়ের বোঝা মাথায় নিয়েও
চুপ থাকাটা তার প্রতি আজও সন্মান প্রদান!
মিথ্যেরা হাসে প্রকাশ্যে!
আর সত্যিরা কাঁদে নীরবে!!
কেননা মিথ্যের ভারে
সত্যি গুলো আজ বড় অসহায়!
তবে মিথ্যের পরাজয় অবসম্ভাবী!
আর সত্যের জয় চিরন্ত! এই বাস্তব সত্যিটা
বোধয় আমরা অস্বীকার করতে পারি না!
তাই অপেক্ষা সময়ের ! সময় উত্তর দেবে…
তার নিয়মে, আসল সত্যি টা কি…!!
হয়তো বা সেদিন বুঝতে অনেকটাই
দেরি হয়ে যাবে! হয়তো বা
প্রাণহীন আসল সত্যিটা “মৃত্যু”র পথ যাত্রী!
হয়তো বা সেই “মৃত্যু”র পথযাত্রী ছিলো
“প্রকৃত ভালবাসা”!
যা সামান্য ভুলে মিথ্যের ভারে
তিলে তিলে দিশাহীন হয়ে,
অবশেষে খুঁজে পেলো “শেষ আশ্রয়”!
যেতে যেতে নিভৃত কন্ঠে শূন্য হতে
ভেসে আসে একটুরো আওয়াজ….
“খুব ভালোবাসতাম তোমায়…
পরিস্থিতির দোহাই দিয়ে কখনই খোঁজেনি
মিথ্যের ভারে দিশাহীন আজ
তাইতো তুমি বোঝনি”!!
সত্যি তুমি! ছিলেনা মিথ্যে, দাওনি মিথ্যে আশা!
মিথ্যেরা আজ বড়ই সত্যি…
“ভালো থেকো ভালোবাসা”!!♥


Related posts

কবিতঃ জম্পেস জামাই

E Zero Point

পল্লিকবির ১৪১ তম জন্মবার্ষিকী পালনে কুমুদ সাহিত্য মেলা কমিটি

E Zero Point

দৈনিক কবিতাঃ মর্ম কথা

E Zero Point

মতামত দিন