10/05/2024 : 10:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিশ্বাসঘাতকতা দিবসে মোদী-শাহর কুশপুত্তলিকা দাহ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩১ জানুয়ারি ২০২২:


প্রধানমন্ত্রী কথা রাখেনি দেশের অন্নদাতাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সংযুক্ত মোর্চা ও সারা ভারত কৃষকসভা মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সোমবার বিকেলে একটি পথ সভা হয় চকদিঘী মোড়ে।

সভায় বক্তব্য রাখেন, বর্ধমান জেলার কৃষক সভার সেক্রেটারি সমর ঘোষ, কৃষক সভার ব্লক সভাপতি জয়দেব ঘোষ ও জেলা নেতা সনৎ ব্যানার্জি। সভা শেষে একটি মিছিল হয়। মিছিল জিটি রোড চৌমাথার মোড়ে এসে শেষ করে জিটি রোড অবরোধ করে কিছুক্ষণের জন্য। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশ পুতুল দাহ করা হয়।

জেলা নেতা সনৎ ব্যানার্জী বলেন, প্রায় দুই মাস হতে চললো কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি মোদী সরকার এখনও পর্যন্ত পূরণ করেনি। সেই কারণে প্রধানমন্ত্রীকে আমরা বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেছি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও কৃষক দরদী সেজে আছেনষ রাজ্যে ২০১৪ ও ২০১৭ তে কৃষকের স্বার্থী বিরোধী আইন পাশ করেছেন। রাজ্য ও কেন্দ্র সরকার একই নীতি নিয়ে চলছে।

Related posts

কেরল পারলে পশ্চিমবঙ্গ কেন পারবে না

E Zero Point

দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধনে বিধায়ক মান গোবিন্দ অধিকারী

E Zero Point

কান্দি পৌরকর্মী দের বিদায় সংবর্ধনা

E Zero Point

মতামত দিন