20/05/2024 : 9:32 AM
খেলা

দিল্লী থেকে পদক জিতলো বর্ধমানের ক্ষুদেরা

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২২ নভেম্বর ২০২৩:


ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ”  গত ১৮ই ও ১৯ই নভেম্বর, ২০২৩ তারিখে নিউ দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।


ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেনের নেতৃত্বে বাংলার খুদে বাহিনী মোট ২০টি পদক (৪টি সোনা, ৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ) জয়লাভ করে।


পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অয়নতিকা সাহা ৮ বছরের +৩০ কেজি মহিলা কুমিতে বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। ধ্রুবজিত দত্ত ১০ বছরের -৪০ কেজি কুমিতে বিভাগে ভালো খেলে, কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া করে।

এই খবর জনিয়েছেন বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত।

Related posts

এক নজরে ৩৭ তম জাতীয় গেমস

E Zero Point

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ক্রীড়া পুরস্কার ২০২১ঃ কি ভাবে মনোনয়ন জমা দেবেন জেনে নিন

E Zero Point

বিবেক চ্যালেঞ্জ মহিলা ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

মতামত দিন