গোটা বিশ্ব জুড়ে এখন একটাই ত্রাস বিরাজ করছে, তা হল করোনা। গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশেই চলছে লকডাউন পরিস্থিতি।বিশ্বের সর্বত্র দেশের সরকার কোয়ারেন্টাইন জারি করেছে।সাধারণ জনগণ ঘরে বসেই তাদের জীবন যাপন করছে। তবে এরই মধ্যে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেলো, প্রত্যেক বছর ঋতু পরিবর্তনের সময় যেমন ভাবে ভাইরাল ফিভার, সর্দি, কাশির একটি সম্ভাবনা থাকে ঠিক তেমন ভাবেই এই করোনা এবার বিদায় নিয়েও বারবার ঋতু পরিবর্তনের সময় ফিরে আসতে পারে। সেক্ষেত্রে প্রতিকার না বের করতে পারলে খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংস্থার প্রধাণ গবেষক অ্যান্টনি ফাওলি ইতিমধ্যেই এই ভাইরাসের প্রতিষেধক খোঁজার কাজে লেগে পড়েছে। জানা গিয়েছে, একবার নয় একাধিকবার তাঁদের তরফ থেকে বিভিন্ন ভাবে মেডিক্যাল পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে এই ভাইরাসের প্রতিষেধক খোঁজা চলছে।তিনি বলেছেন, “দক্ষিণ গোলার্ধে শীতের মধ্যেই এই ভাইরাস ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা সহ দক্ষিণ গোলার্ধের একটা বড় অংশে করোনা শীতের মধ্যে ছড়িয়েছে। শুধু তাই নয়, এই সংক্রমণ বেশ বিশাল আকার ধারণ করেছে”। অন্যদিকে এখনও অবধি যথেষ্ট ভালোভাবে দুটি প্রতিষেধক ব্যবহার করেছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ফাওলির মতামত অনুযায়ী সম্ভবতঃ শীতকালে শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, তাই হয়তো এই ভাইরাসের ছড়িয়ে পড়াটা এত সহজ হয়েছে।