25/04/2024 : 5:29 AM
অন্যান্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা | অসীমা সরকার, অর্পিতা চ্যাটার্জ্জী, মোঃ ইজাজ আহামেদ, অশোক কুমার রায়, ডঃ সায়ন ভট্টাচার্য

অনু গল্প

নীলার প্রেম

– অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)

আকাশ আজও নীলাকে ভালোবাসে । আজ ছয় বছর পরেও ।
আজও তার মনে পড়ে, প্রথম যেদিন নীলাকে দেখেছিল, হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল ।…
প্রথম যেদিন ওকে মনের কথা বলেছিল, সেদিনও বুকটা কেঁপে উঠেছিল । একই কলেজে তো ওরা পড়তো !..
নীলা যখন যা কিছু চাইত, তাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে গিয়েছে আকাশ । বাবা কোনোদিন বাজার করার টাকা দিলে তা দিয়ে নীলার জন্য প্রসাধনের জিনিস কিনে দিয়েছে সে ।
বিনিময়ে নীলাও হেসেখেলে তার সাথে অনেক কথাই বলেছে । ..তার হাতে হাত রেখেছে । ওটাই তখন জীবনের পরম পাওয়া বলে মনে হয়েছিল ।
কলেজ শেষ হল । নীলা চাকরি পেয়ে গেল । তবে আকাশ চাকরি পেল না ; তেমন করে সে পড়ে নি ।
এরপর নানা অছিলায় নীলা ক্রমশঃ আকাশের থেকে দূরে সরে যেতে থাকে ।..তারপর একদিন আকাশের থেকে অনেক দূরে সরে গেল।..তাতেও অবশ্য আকাশের খুব একটা খারাপ লাগেনি । ..
এক বছর আগেই নীলার পাকা দেখা ও বাগদান হয়েছে ডঃ অনিমেষের সাথে । আর ছয় মাস আগে বিয়ে হল ওদের । তাতে আকাশের খুব খারাপ লাগেনি। আর লাগলেই বা কী ? বেকার ছেলের আবার ভালো লাগা আর খারাপ লাগা !…ঐ তো টিউশনি করে আর বাবার ব্যাঙ্কে জমানো কিছু টাকা দিয়ে চলছে কোনরকমে ।
ইদানিং একটা অজানা নম্বর থেকে বারবার ফোন আসছে আকাশের ফোনে । তুলে দেখা গেল, ওটা নীলার নম্বর ।
” আকাশ বলছিস ? ..”
” বল নীলা ।..”
” জানি আমার বলা উচিত না, তাও একটা হেল্প করবি ?”
” কী হেল্প?”
” একটা টিকিট কেটে দিবি আমায়?”
” কোথায়? কেন ?”
কান্নায় ভেঙে পড়ে নীলা জানায়, অনিমেষ ওর সাথে খুব খারাপ ব্যবহার করছে । মারধরও করেছে অনেকবার ।..
রক্ত গরম হয়ে যায় আকাশের । বলে, -” এখানে ফিরে আসতে চাস ?”
আজ এক সপ্তাহ হলো নীলা বাপের বাড়িতে ফিরে এসেছে । খুব দরকার কিছু হলে আকাশকে ডাকে, আর আকাশও এগিয়ে যায়!
একদিন নীলার বাড়ির বেলটা বাজলো । দরজা খুলে নীলা দেখে, বাইরে আকাশ আর অনিমেষ ।
” ভালোবাসার মৃত্যু হয় না নীলা । .ডঃ অনিমেষ খুব অনুতপ্ত ।”
নীলার মুখে একসাথে অনেক অনুভূতি খেলা করে যায় ।
” আকাশ, তুই ….!”
” ছাড় তো ! ..আর অনিমেষবাবু, অনেক ঝগড়া হয়েছে, এবার মিলেমিশে ভালো ভাবে থাকুন। ”
আজ নীলা আবার চলে যাবে শ্বশুরবাড়ি । যাবার আগে আকাশকে ফোন করে বলে -” তুই তো কিছুই পেলি না আকাশ !…আমি সত্যিই খুব খারাপ রে ! তোকে কেবল ইউজ করে গেলাম !”
” একদম বাজে কথা বলবি না নীলা ! ..আর ভালোবাসা তো আছে, তাতেই হবে ।”
” কথা শোন । এবার একটা বিয়ে কর !”
কথার উত্তর আকাশের জলভরা চোখ আর হাসিই দিয়ে দেয় ।।

************************************************************************

আগামী ১লা বৈশাখ থেকে নবরূপে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার whatsapp গ্রুপটি নবরুপে সাজানো হবে। সেই বিষয়ে সকল সাহিত্য সাথীর কাছে মতামত ও নির্দেশাবলী আহ্বান করা হচ্ছে। তাই আগামী রবিবার ও সোমবার কোন কবিতা বা গল্প পোষ্ট করবেন না। শুধুমাত্র আপনার সুচিন্তিত মতামত জানতে চায় আমরা।
*****
আগামী ১লা বৈশাখ, বর্ষবরণ উপলক্ষে আপনার গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, ছোটদের গল্প, ছড়া পাঠিয়ে দিন।  আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে।
zeropointpublication@gmail.com ইমেইল এড্রেসে।
আমাদের নতুন ওয়েবসাইট www.ezeropoint.net -এ সাহিত্যের একটি বিভাগ খোলা হয়েছে, সেখানে আপনারা লেখা প্রকাশ পাবে ১লা বৈশাখে।
****
ধন্যবাদ সহ
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট।

 

Related posts

রসুলপুরের জয়যাত্রী সংঘের মানবিক প্রয়াস

E Zero Point

তৃণমূল ছাত্রনেতার অন্নসামগ্রীদান মেমারির কৃষ্ণবাজারে

E Zero Point

করোনায় আক্রান্ত ব্যক্তির খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামটিকে পুলিশ সিল করে দিল

E Zero Point

1 টি মন্তব্য

অসীমা সরকার April 12, 2020 at 7:35 pm

মো:ইজাজ আহমেদের ‘একদিন পথে’–পড়ে বোঝা গেলো যে ‘প্রেম’
আর ‘স্মৃতি’—নস্টালজিক। ভালো লাগলো।

অর্পিতা চ্যাটার্জী র ‘অপেক্ষা’–তে প্রেমের ছোঁয়া বেশ ভালো লাগলো।

অশোক কুমার রায় – এর ‘তবুও তোর জন্যই’—কবিতা টিতে মৃত্যু
শিয়রে জেনেও প্রিয় মানুষের প্রতি টান এবং তার জন্যে বাঁচার তীব্র
আকাঙ্খা বেশ আবেগঘন।

উত্তর

মতামত দিন