20/03/2023 : 11:48 PM
অন্যান্য

জামুরিয়ার হিজলগড়া গ্রামের মানুষের পাশে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার, চুরুলিয়াঃ দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর পক্ষে থেকে চুরুলিয়ার পাশের গ্রাম জামুরিয়ার হিজলগড়া গ্রাম প্রায় ২০০ দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন। চাল, আলু, চিড়ে, মুড়ি, কলা, পাউরুটি, নুন, মাস্ক ও সাবান দিয়ে সাহায্য করলেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজী। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন থেকে জানানো হয় যে, এই কাজে হাত বাড়িয়ে দিয়েছেন, সৈয়দ সাকের আলী, কল্লোল কাজী, অরুন কর্মকার, অলকানন্দা ভট্টাচার্য রায়, সুধাংশু নারায়ণ রায় ,গৌরী রায়, রুবী রায় চক্রবর্তী, জয়িতা বরধন, শুভময় মুখার্জি , মঞ্জু মুখার্জি, সুতপা রায়, মিতালী পাল, বুবুসীমা চট্টোপাধ্যায়, মৃগাঙক চ্যাটার্জী সহ অন্যান্যরা। হিজলগড়া ত্রাণকাজে করতে সহযোগিতা করেছে জুয়েল কাজী, সানি চক্রবর্তী ও গ্রামবাসীরা।

Related posts

দেশকে প্রযুক্তির রপ্তানিকারক হিসাবে গড়ে তুলতে হবেঃ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

E Zero Point

করোনায় কেন্দ্রের প‍্যাকেজ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার

E Zero Point

কলম থেমে গেলঃ কিংবদন্তি সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত, শোকের ছায়া সাহিত্যজগতে

E Zero Point

মতামত দিন