স্টাফ রিপোর্টার, চুরুলিয়াঃ দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর পক্ষে থেকে চুরুলিয়ার পাশের গ্রাম জামুরিয়ার হিজলগড়া গ্রাম প্রায় ২০০ দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন। চাল, আলু, চিড়ে, মুড়ি, কলা, পাউরুটি, নুন, মাস্ক ও সাবান দিয়ে সাহায্য করলেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজী। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন থেকে জানানো হয় যে, এই কাজে হাত বাড়িয়ে দিয়েছেন, সৈয়দ সাকের আলী, কল্লোল কাজী, অরুন কর্মকার, অলকানন্দা ভট্টাচার্য রায়, সুধাংশু নারায়ণ রায় ,গৌরী রায়, রুবী রায় চক্রবর্তী, জয়িতা বরধন, শুভময় মুখার্জি , মঞ্জু মুখার্জি, সুতপা রায়, মিতালী পাল, বুবুসীমা চট্টোপাধ্যায়, মৃগাঙক চ্যাটার্জী সহ অন্যান্যরা। হিজলগড়া ত্রাণকাজে করতে সহযোগিতা করেছে জুয়েল কাজী, সানি চক্রবর্তী ও গ্রামবাসীরা।