24/03/2023 : 11:51 AM
অন্যান্য

আউশগ্রামের বিধায়ক পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করলেন

সৌগত গুপ্ত, গুসকরাঃ আজ সকালে পূর্ব বর্ধমান জেলার, আউশগ্রাম বিধানসভায়, আউশগ্রাম থানা, গুসকরা থানা এবং ছোড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে সবার জন্য জল এবং টিফিন তুলে দিলেন বিধায়ক অভেদানন্দ থান্দার এবং একই দিনে বর্ধমান জেলা ও বীরভূম জেলার চেক পোস্টের দায়িত্ব প্রাপ্ত পুলিশ প্রশাসনের প্রত্যেকের হাতে জল, টিফিন এবং একটি করে ছাতা তুলে দেন বিধায়ক । উনি বললেন এই নভেল করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ প্রশাসন যে ভাবে সহযোগিতা করছেন, নিজেদের জীবনের কথা না ভেবে, পরিবার পরিজনের কথা না ভেবে শুধু মাত্র সাধারণ মানুষের কথা ভেবে কাজ করে চলেছেন তা এক কথায় অভূতপূর্ব । তাই ওনাদের সকলকে প্রনাম জানাই, কুর্নিশ জানাই । বিধায়ক অভেদানন্দ থান্দার এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিন থানার দায়িত্ব প্রাপ্ত আই. সি । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দাতা লালন এবং আউশগ্রাম ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুলফিকার আলী মন্ডল।

Related posts

এক নজরে দেখে নিন দেশের সমস্ত রাজ্যের তথ্যঃ দেশে করোনা আক্রান্তের সংখ্য ২১ হাজার ছাড়ালো, মৃতের সংখ্যা ৬৮১

E Zero Point

এবার পূ্র্ব বর্ধমানের কেতুগ্রামের এক মহিলার করোনা পজিটিভ : মহিলা করোনা হেল্প লাইনের কর্মী

E Zero Point

মেমারির পর দুর্গাপুরে করোনা পজিটিভ : আক্রান্ত হলেন এক বৃদ্ধ

E Zero Point

মতামত দিন