21/03/2023 : 1:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের নতুনহাটে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

সেখ আমিরুল ইসলামঃ আজ যেমন ৮ জন করোনা আক্রান্ত হলেন ঠিক তেমনই একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।  পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে গত ১৮ মে এক ব্যক্তি করোনা আক্রান্ত হন। উক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের সনোকা হাসপাতালে। এরপর টানা নয় দিন ভর্তি থাকার পর আজ তিনি সুস্থ হয়ে ফিরলেন নিজের বাড়িতে। গ্রামে ঢুকতেই এলাকায় মানুষ তাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানান।

এ বিষয়ে মঙ্গলকোটের যুগ্ম ক্লক আধিকারিক দেবজ্যোতি চট্টরাজ জানান, মঙ্গলকোটের যে ব্যক্তি করোনাই আক্রান্ত হয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। এলাকার মানুষ যেন সামাজিক দূরত্ব মেনে চলেন। পাশাপাশি এলাকার মানুষ যাতে এ নিয়ে কোনো গুজব না ছাড়াই সেই বার্তাও তিনি দেন । সব মিলিয়ে মঙ্গলকোটের আক্রান্ত ব্যক্তি গ্রামে ফিরতে এলাকায় এলাকায় খুশির হাওয়া ।

Related posts

স্কুলে ফাইনাল পরীক্ষায় ২৫ নাম্বারের মধ্যে ২৬ নাম্বার পেল পড়ুয়া

E Zero Point

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নাকা চেকিং রায়নায়

E Zero Point

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব

E Zero Point

মতামত দিন