29/03/2024 : 12:20 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

গাইঘাটায় বিজেপি ও তৃণমূল ছেড়ে শতাধিক মানুষ হাতে তুলে নিলেন লাল পতাকা

নিজস্ব সংবাদদাতা, গাইঘাটা: সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। করোনা পরিস্থিতিতে সবকটি রাজনৈতিক দলের প্রচারকার্য কিছুটা চাপা থাকলেও সাধারণ মানুষ বিষয়টিকে উপেক্ষা করে না। বাংলার বুকে দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় অম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন সুস্থ করার তাগিদে রাজ্য সরকার যে ক্ষতি পূরণ দিয়েছিল তা নিয়ে চারিদিকে হাজারো দুর্নীতির অভিযোগ উঠছে। কারো পাকা বাড়ি, কলাপসিবল গেট থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন, আবার কারো বাড়িঘর ভেঙ্গে নিঃস্ব হয়ে গেছেন,অথচ কোন সাহায্যই পাননি, এইসকল বিষয় নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারন মানুষ। অভিযোগের তীর বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকারের দিকে।
সূত্রে র খবর, আমফানের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের শাসক দল ও বিজেপি এর অলিখিত জোটবদ্ধ দুর্নীতির অভিযোগে উত্তাল সারা রাজ্য। আজ সিপিআইএম গাইঘাটা পূর্ব লোকাল কমিটির অন্তর্গত দোগাছিয়া শাখায় প্রায় শতাধিক মানুষ বিজেপি ও তৃণমূল থেকে বামফ্রন্টে ফিরলেন। সিপিআই এমে ফেরা এক বিজেপি কর্মী জানালেন,তৃণমূলকে সরাতে বিজেপির উপর ভরসা রেখেছিলাম,কিন্তু দেখলাম,তৃণমূলের নেতারাই এখন বিজেপির নেতা।এই বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়বে কি করবে? রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য নতুন যোগদান করা মানুষদের হাতে লাল পতাকা তুলে দেন। স্থানীয় ছাত্র যুব নেতৃত্ব ও পার্টির নেতৃত্ব আজ সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এক স্থানীয় যুব নেতৃত্ব জানিয়েছেন ,’ আম্ফান এর ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি ও বিজেপির সখ্যতা র কারণেই তারা ওই দুই দল ছেড়ে লাল পতাকা হাতে তুলে নিয়েছেন, ভরসা রেখেছেন বামফ্রন্টে’।

Related posts

সংখ‍্যালঘুদের ভোটব‍্যাঙ্ক হিসেবে ব‍্যবহার করছে তৃণমূল: শুভেন্দু অধিকারী

E Zero Point

রাস্তা তৈরিকে কেন্দ্র করে মঙ্গলকোজালপাড়ায় গোলমাল

E Zero Point

মেমারিতে আবার দাদার অনুগামী পোষ্টার

E Zero Point

মতামত দিন