06/05/2024 : 8:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

বিনামূল্যে কমিউনিটি কিচেন শক্তিগড়ে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, শক্তিগড়, ৪ জুন ২০২১:


রাজ্যে লকডাউনের সময়সীমা বৃ্দ্ধি করে ১লা জুন থেকে ১৫ জুন পর্যন্ত করা হয়েছে। রাজ্য জুড়ে আংশিক লকডাউনের ফলে অনেক অসহায় মানুষ অসুবিধা মধ্যে রয়েছে তাদের জন্য অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে একটি বিনামূল্যে কমিউনিটি কিচেন এর ব্যবস্থা করা হয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে।

রোজ প্রায় ১৭০ থেকে ২৫০জন ব্যাক্তির দুপুরের খাবারের আয়োজন করা হয় এই কমিউনিটি কিচেনে শক্তিগড় যুব গোষ্ঠীর ময়দানে। এছাড়াও শক্তিগড় হইতে গাংপুর পর্যন্ত রাস্তার দু-পাসে থাকা অসহায় মানুষদের খাবার পৌঁছিয়ে দেওয়া হচ্ছে উক্ত সংস্থার মাধ্যমে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, অ্যাকাডেমির কিছু  শিক্ষক ও ছাত্ররা এই কর্মকান্ডে অংশগ্রহণ করেছে  এবং এই কাজে সাহায্য করছে শক্তিগড় যুব গোষ্ঠী ক্লাব ও শক্তিগড়ের মানুষ জন। প্রসঙ্গগত উল্লেখ্য করোনার সময় এই সামাজিক কাজে পাশে আছেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক।

Related posts

কোজাগরী লক্ষীপূজায় সপ্তপুরীর খাদ্য বিতরণ কর্মসূচি

E Zero Point

পরিযায়ী যুবকের করোনা পজিটিভ গলসিতে

E Zero Point

পান্ডুয়ায় নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতিকে সংবর্ধনা

E Zero Point

মতামত দিন