06/05/2025 : 7:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

অসহায় কৃষকদের পাশে রাইস মিলের মালিক

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৮ ডিসেম্বর ২০২১:


সম্প্রতি নিম্নচাপ এর দ্বারা সর্বশান্ত হয়ে যাওয়া কৃষক বন্ধুদের পাশে দাঁড়াতে কৃষি জমি পরিদর্শনে এলেন রায়না-২ ব্লকের স্থানীয় একটি রাইস মিলের মালিক গফুর আলী খান। যতটা উপকার করলে কৃষক উপকৃত হবে ততটাই উপকার করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। কৃষিজমি গুলির যা অবস্থা তাতে যদি কিছুমাত্র ধান উদ্ধার করা সম্ভব হয় তাহলে তা কল হয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। তাই সরকারি নিয়ম অনুযায়ী ২২ থেকে ২৪ শতাংশ ময়েশ্চার পর্যন্ত যদি ধান নেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে কুইন্টালে এক কেজি কমিয়ে যদি নিয়ে নেওয়া যেতে পারে তাহলে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন।

রাইস মিলের মালিক গফুর আলী খান জানান, সরকারিভাবে তার স্ট্যাগ না হলেও দু-একদিনের মধ্যেই হয়ে যাবে। সরকারি অনুমোদন মিললে তাহলে ২৪ শতাংশ ময়েশ্চার পর্যন্ত কৃষকের ধান তিনি নেবেন বলেই জানালেন। ভেজা ধান যদি খুব দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে চাল তৈরি করা যায় তাহলে চালে কোনো সমস্যা হবে না। বৃষ্টি থামলেও সূর্যের দেখা নেই। চারিদিকে কাদায় ভর্তি জমি। তাই এই মুহূর্তে ধান শুকিয়ে বস্তাবন্দি করা সম্ভব নয়। কৃষকের দুরবস্থার দিনে যাতে অন্যান্য রাইস মিলের মালিকরা কৃষকদের পাশে দাঁড়ায় তার আবেদন জানাবেন বলেও জানিয়েছেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট গফুর আলী ।


Related posts

অবৈধভাবে টাকা তোলার অভিযোগে থানার দ্বারস্থ কাটোয়ার বৃহন্নলা সংগঠন

E Zero Point

মেমারি প্রিমিয়ার লিগের উদ্বোধন

E Zero Point

মেমারিতে একাধিক ব্রিজের দৈনদশা

E Zero Point

মতামত দিন