24/04/2024 : 1:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

৩০০ বছরের দেবী দেবী শ্রী শ্রী তারা মা পূজা মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর,  ১৩ জুন ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে শ্রীশ্রী তারা মা পূজা আনুমানিক ৩০০ বছরে পদার্পণ করল। দশহারা পর চতুর্দশী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। রীতি মেনে পুজো হয়। এই পূজার তিনদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বলে জানালেন পূজা কমিটি।


কথিত আছে তারা মায়ের পুকুরে স্নান করে পুকুরের জল চোখে দিলে চোখের রোগ নিরাময় হয়, এই জন্য বহু ভক্ত দূরদূরান্ত থেকে এসে মায়ের কাছে পূজা দেয়া এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। এই পূজাকে ঘিরে অষ্ট প্রণাম, ধুনো পুরানো ,হোম যজ্ঞ ও পূজার্চনা হয়।
মূল মন্দির থেকে পাথরে তারা মায়ের শিলা মুর্তি দোল চৌকি করে গ্রাম পরিক্রমা করে আবার মূল মন্দিরে নিয়ে আসা হয়।


এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত অমরেশ চ্যাটার্জী, বাবলু রায়, প্রকাশ চ্যাটার্জি, পূজা কমিটির ম্যানেজার অমিতেশ সামন্ত, কোষাধক্ষ্য শুভ্রদীপ সোম, সদস্য বিমাল হাজার, তোতন রায় ,বাপ্পা রায় সহ সকল সদস্য ও ভক্তবৃন্দ।

Related posts

ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ মেমারিতে

E Zero Point

করোনা আক্রান্ত আশাকর্মীর পরিবারকে বাঁচাতে দেবদূতের ভূমিকায় ডাক্তার

E Zero Point

মেমারিতে ৮০ তম বর্ষের খুঁটি পুজো, এবারের থিম “খেলা হবে”

E Zero Point

মতামত দিন