24/04/2024 : 7:52 AM
উত্তর বঙ্গ

ক্লাবে সহযোগিতায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ৩০ ডিসেম্বর ২০২২:


নিউজ পোর্টাল সীমা সমাচারের উদ্যোগে এবং মেখলিগঞ্জ প্রেস ক্লাব ও মেখলিগঞ্জ সাব ডিভিশনাল জার্নালিস্ট ক্লাবের
সহযোগিতায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হল।বৃহষ্পতিবার চ্যাংরাবান্ধা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তার সাথে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার,অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা শাসক,পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও তাদের প্রশাসনিক ভাল কাজের জন্য মেখলিগঞ্জের মহকুমা শাসক রাম কুমার তামাং,বিডিও অরুণ কুমার সামন্ত,ওসি রাহুল তালুকদার,বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ,চ্যাংরাবান্ধার তিন কাস্টমস সুপারিনটেন্ড অরিন্দম মুখার্জি,পংকজ কুমার ও সঞ্জয় বিশ্বকর্মাকে সীমা সমাচারের তরফে সম্বর্ধনা জানানো হয়েছে।এছাড়াও সজল দে,রামকৃষ্ণ বর্মন,গৌতম সরকার,বিজয় চন্দ্র বর্মন,শুভ্রজিত বিশ্বাস,স্বপন রায় বীর মেখলিগঞ্জের প্রমুখ সাংবাদিককে সম্মান জানানো হয়েছে।

মেখলিগঞ্জ ব্লকের সেরার সেরা কালিপুজো ও দুর্গাপূজা কমিটি গুলিকেও এদিন পুরস্কৃত হয়েছে।সম্মান জানানো হয়েছে,সামাজিক সংগঠন সৃজন,নর্থবেঙ্গল কালচারাল সোসাইটি,পেশায় সিভিক ভলান্টিয়ার তথা ক্যারাটে প্রশিক্ষক সহদেব মন্ডল ওরফে দোদনকে।অনুষ্ঠান শুরুর আগে বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়।সমস্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেছেন শিক্ষক সুনির্মল গুহ।অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মানুষজন হাজির ছিলেন।সীমা সমাচারের এডিটর সন্তোষ শর্মা ও কর্ণধার শেফালি শর্মা বর্মন জানিয়েছেন বিভিন্ন মানুষের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।আমরা সবার কাছে কৃতজ্ঞ।

Related posts

জাতীয়ই সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা

E Zero Point

পাশ করে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যসড়ক অবরোধ উত্তরবঙ্গে

E Zero Point

মেখেলিগঞ্জ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভা

E Zero Point

মতামত দিন